এক গৃহবধুর মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত্যু ওই গৃহবধূ নাম ফাতেমা খাতুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেয়ের শ্বশুরবাড়ি কালিয়াচকের লাফাটন এলাকায়। মেয়ের পরিবারের অভিযোগ গলা টিপে হত্যা করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
গৃহবধূ নাম ফাতেমা খাতুন। বয়স ১৬ বছর। বাড়ি কালিয়াচক থানার ফতেখানির ছাতরাগাছি এলাকায়। তার স্বামীর নাম আদনান সেখ (১৯), পিতা বদরুদ্দোজা। উল্লেখ্য, গত ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই ওই গৃহবধুর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতো স্বামী সহ শশুরবাড়ির লোকজন। সোমবার সকালে মেয়ের বাড়িতে খবর আসে তাদের মেয়ে অসুস্থ আছে, তোমরা এসে নিয়ে যাও। মেয়ের বাবার বাড়ির লোক এসে দেখে যে মেয়ের মৃতদেহ পড়ে আছে খাটের উপর। তারপর খবর দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশকে। এরপর পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায় কালিয়াচক থানায়। দেহটি ম্যাজিস্ট্রেট তদন্তের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কালিয়াচক থানার পুলিশ।